ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ সময়েও শেয়ার কিনতে পারবেন উদ্যোক্তা পরিচালকরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১১ আগস্ট ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ক্ষেত্রে কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে বার্ষিক হিসাব পরিচালনা পর্ষদে অনুমোদন হওয়ার আগ পর্যন্ত শেয়ার কেনা-বেচা কিংবা হস্তান্তর করায় বিধিনিষেধ রয়েছে। তবে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের সুবিধার্থে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিষিদ্ধ সময়েও শেয়ার কেনার সুযোগ দিয়েছে। সম্প্রতি বিএসইসি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার নেই, তাদের ক্ষেত্রে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫, এর দফা ৪ এর ২ উপ-দফার বিধান পরিপালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ দফার বিধান অনুসারে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির কোনো উদ্যোক্তা, পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী, নিরীক্ষক বা নিরীক্ষাকাজে সম্পৃক্ত ব্যক্তি, পরামর্শক বা আইন উপদেষ্টা কিংবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯, এর সেকশন ১২-তে উল্লিখিত সুবিধাভোগীরা আলোচ্য কোম্পানির বার্ষিক হিসাব শেষ হওয়ার দুই মাস আগে থেকে এ হিসাব কোম্পানির পরিচালনা পর্ষদে চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার তারিখ পর্যন্ত এ কোম্পানি শেয়ার কেনা-বেচা কিংবা অন্য কোনোভাবে হস্তান্তর বা গ্রহণ করতে পারবে না।

এ বছরের ২৯ জুলাই বিএইসির পক্ষ থেকে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার নেই, তাদেরকে ৬০ দিনের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা আছে। আলোচ্য সময় থেকে ১৫ দিনের মধ্যে শেয়ার ধারণের কার্যক্রম শুরু করার ঘোষণা দিতে হবে।

বর্তমানে ৪২টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩০ শতাংশ শেয়ার নেই। এরই মধ্যে কোম্পানিগুলোর কাছে ন্যূনতম শেয়ার ধারণের আল্টিমেটামের বিষয়ে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় বিএসইসি।

মূলত জুন ক্লোজিংয়ের কোম্পানিগুলো উদ্যোক্তা-পরিচালকদের বিএসইসির এ নির্দেশনা পরিপালন করতে হলে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা লঙ্ঘন করে শেয়ার কিনতে হতো। এ কারণেই ওই বিধিমালার বিধান পরিপালন থেকে তাদের সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিএসইসি।

এর আগে চলতি বছরের ২ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২টি কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ দিনের মধ্যে ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার ধারণের আল্টিমেটাম দিয়েছিল বিএসইসি। এ সময়ের মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কমিশন। তবে কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা এ নির্দেশনার বাইরে থাকবেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ২২ ডিসেম্বর পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে নির্দেশনা দেয় তৎকালীন কমিশন। কিন্তু কমিশনের এ নির্দেশনার বিরুদ্ধে কয়েকটি কোম্পানির উদ্যোক্তা পরিচালক উচ্চ আদালতে রিট করেন। তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে শেষ পর্যন্ত উচ্চ আদালত কমিশনের অনুকূলে রায় দেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি